গানঃ আমি কূল হারা কলঙ্কিনী
Song: Ami Kul Hara Kolongkini
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
কথা ও সুরঃ শাহ আবদুল করিম
আমি কূল হারা কলঙ্কিনী,
ও আমি কূল হারা কলঙ্কিনী,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমি কূল হারা কলঙ্কিনী,
ও আমি কূল হারা কলঙ্কিনী,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে,
যে দুঃখ পেয়েছি মনে।
প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে,
যে দুঃখ পেয়েছি মনে।
আমার কেঁদে যায় দিন রজনী।
আমার কেঁদে যায় দিন রজনী।
আমারে কেউ,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমি কূল হারা কলঙ্কিনী,
ও আমি কূল হারা কলঙ্কিনী,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
প্রেম করা যে স্বর্গের খেলা,
বিচ্ছেদে হয় নরক জ্বালা।
প্রেম করা যে স্বর্গের খেলা,
বিচ্ছেদে হয় নরক জ্বালা।
আমার মন জানে, আমি জানি।
আমার মন জানে, আমি জানি।
আমারে কেউ,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমি কূল হারা কলঙ্কিনী,
ও আমি কূল হারা কলঙ্কিনী,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
সখি আমায় উপায় বলনা?,
এ জীবনে দূর হলনা,
সখি আমায় উপায় বলনা?,
এ জীবনে দূর হলনা,
বাউল করিমের পেরেশানি।
বাউল করিমের পেরেশানি।
আমারে কেউ,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমি কূল হারা কলঙ্কিনী,
ও আমি কূল হারা কলঙ্কিনী,
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।
আমারে কেউ ছুইয়ো না গো স্বজনী।