আমার সোনা বন্ধু রে



গানঃ আমার সোনা বন্ধু রে

Song: Amar Sona Bondhu Re

শিল্পীঃ মুজিব পরদেশী

কথা ও সুরঃ হাসান মতিউর রহমান



প্রথম দেখার কালে বন্ধু,
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে।
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে।
ভুলিবে না মোরে এ জীবন গেলে।
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে।
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে।
সোনার জীবন অঙ্গার হইবো,
সোনার জীবন অঙ্গার হইবো, তোমার লাইগা রে।
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?


ভুলতে পারো বন্ধু তুমি,
ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই।
ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই।
মরণ কালে যেন বন্ধু একবার তোমায় পাই।
যদি না পাই সেইকালে, প্রেম যাইবো বিফলে।
যদি না পাই সেইকালে, প্রেম যাইবো বিফলে।
তখন কিন্তু বলবো আমি,
তখন কিন্তু বলবো আমি, প্রেম কিছু না রে।
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?


দিনে রাইতে তোমায় আমি,
দিনে রাইতে তোমায় আমি, খুইজা মরি রে।
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?

Post a Comment

Previous Post Next Post