গানঃ গার্লফ্রেন্ড এর বিয়া
Song: Girlfriend Er Biya
শিল্পীঃ প্রীতম হাসান ও প্রতীক হাসান
সুর ও সঙ্গীতঃ প্রীতম হাসান
কথাঃ লুৎফর হাসান
আমি চড়লে হরতাল।
আমি চড়লে হরতাম ভাইয়া,
আমি চড়লে হরতাল।
শুধু ডাইনে বামে ঘোরাও দেইখা,
তিতা হইলো প্রেমের ঝাল।
তিতা হইলো প্রেমের ঝাল ভাইয়া,
তিতা হইলো প্রেমের ঝাল।
ও রে ফুলকলি রে ফুলকলি,
ফুল বানাইয়া কই গেলি?
উরাধুরা দুঃখের আঁচড়
ঝিকিমিকি জ্বলে ওঠে।
চোখেতে ধুলা দিয়া,
বড়লোক করলা বিয়া।
এই জ্বালা তো মিটাবো আমি
ডিজে গানের বেস দিয়া!
আর বলবো,
আইজ আমার গার্লফ্রেন্ড এর বিয়া!
গার্লফ্রেন্ড এর বিয়া!
গার্লফ্রেন্ড এর বিয়া!
তুমি তলে তলে ভেসপা চালাও,
আমি বসলে চাক্কা টাল।
আমি বসলে চাক্কা টাল ভাইয়া,
আমি বসলে চাক্কা টাল।
ঐ ভেসপা তোমার ঠেলতে ঠেলতে
খইসা গেছে জুতার ছাল।
খইসা গেছে জুতার ছাল ভাইয়া,
খইসা গেছে জুতার ছাল।
আরে ফুলকলি রে ফুলকলি,
ফুল বানাইয়া কই গেলি?
গন্ধ পাইয়া টাকার নেশায়
আমায় থুইয়া দৌড় দিলি!
চোখেতে ধুলা দিয়া,
বড়লোক করলা বিয়া।
এই জ্বালা তো মিটাবো আমি
ডিজে গানের বেস দিয়া!
আর বলবো,
আইজ আমার গার্লফ্রেন্ড এর বিয়া!
গার্লফ্রেন্ড এর বিয়া!
গার্লফ্রেন্ড এর বিয়া!
[আপনারা দমকল বাহিনীরে ফোন দেন
এখন আগুন লাগাইতে অইবো
এইডা সেকেন্ড ড্রপ
এইডা বললে আগুন লাইগা যাবে]
তুমি তলে তলে টেম্পু চালাও
আমি চড়লে হরতাল।
আমি চড়লে হরতাম ভাইয়া,
আমি চড়লে হরতাল।
তুমি তলে তলে ভেসপা চালাও
আমি বসলে চাক্কা টাল
আমি বসলে চাক্কা টাল ভাইয়া,
আমি বসলে চাক্কা টাল!
তুমি তলে তলে টেম্পু চালাও,
আমি চড়লে হরতাল।
শুধু ডাইনে বামে ঘোরাও দেইখা,
তিতা হইলো প্রেমের ঝাল।
তুমি তলে তলে ভেসপা চালাও,
আমি বসলে চাক্কা টাল।
ঐ ভেসপা তোমার ঠেলতে ঠেলতে
খইসা গেছে জুতার ছাল।
আইজ আমার গার্লফ্রেন্ড এর বিয়া!