বিয়াইন সাব


শিরোনামঃ বিয়াইন সাব
Song: Beainsab
কন্ঠঃ প্রতীক হাসান নাওমি
কথাঃ প্রীতম হাসান প্রতীক হাসান
সুরঃ প্রীতম হাসান


এই যে বিয়াইনসাব, [প্রতীক হাসান]
এই যে বিয়াইনসাব,
এই যে বিয়াইনসাব, ভাব নিয়েন না।
এতো গুলা বিয়াই যেন দেইখাও দেখেন না।
আরে এই যে বিয়াইনসাব, মাইন্ড খাইয়েন না।
কালা চশমা পড়লে কিন্তু বেইল পাবেন না।
একে তো রূপের আগুন,
আর আপনার ফাঁপর দ্বিগুণ।
মনের দয়া মায়া সব কি আপনার
ভ্যানিটি ব্যাগে রাখছেন?
আপনে দেখতে ঝাক্কাস,
শুনছি নাচেন ভালো।
তবে আজকের দিনের ড্যান্স ফ্লোর
কেন থাকবে খালি?
বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা
ডিজে আনছি।
প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে
গান ছাড়ছি।
বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা
ডিজে আনছি।
প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে
গান ছাড়ছি।


আমরা ডিজিটাল পোলা,
যার কোটি টাকা তোলা,
তা কে না জানে?
মন যদি রাখেন খোলা,
দেব হালকা প্রেমের দোলা,
খবর যাবে কানে কানে।
কোটি টাকা দিয়ে এই মন পাইবেন না, [নাওমি]
মন পেতে গাইতে হবে প্রেমের গান।
দূর থেকে চোখ মেরে লাভ হবে না,
অন্তরে থাকতে থাকতে হবে ভালোবাসার টান। [প্রতীক হাসান]
আরে আপনার কুটু–কুটু প্রেমের গুল্লি মারেন।
আজকের দিনে সফ্‌ট গানগুলা ফালান দিয়া ঝাক্কি।
শুনছি বাসায় নাকি নাচের প্র্যাকটিস করেন,
তবে আজকের দিনে লজ্জা পাইলে লাভ হবে নাকি?
তাই তো আজ আপনার জন্য ঢাকা থাইকা
ডিজে আনছি।
প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে
গান ছাড়ছি।
বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা
ডিজে আনছি।
প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে
গান ছাড়ছি।


কারেন্ট গেছে তো কী হইছে বিয়াইন সাব
আরও একটা সারপ্রাইজ বাকী আছে।
বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা
ব্যান্ডও আনছি।
প্রাণ খুইলা নাচেন এখন ঢোলে বিটে
গান ছাড়ছি।
বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা
ব্যান্ডও আনছি।
প্রাণ খুইলা নাচেন এখন ঢোলে বিটে
গান ছাড়ছি।

Post a Comment

Previous Post Next Post