বাবুরাম সাপুড়ে



গানঃ বাবুরাম সাপুড়ে
Song: Baburam Sapure
শিল্পীঃ মিলা
কথাঃ শাহান কবন্ধ
সুরঃ ফুয়াদ


বলছি তোমায় শুনে যাও,
একটু পলক ফেলে যাও।
সকাল দুপুর সন্ধ্যেটা
সঙ্গী সাথী করে নাও।
বলছি তোমায় শুনে যাও,
একটু পলক ফেলে যাও।
সকাল দুপুর সন্ধ্যেটা
সঙ্গী সাথী করে নাও।
ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।।


ধুলোয় মোড়া মনে আমার
সুখের পাশে বসবাস।
অজানা কোন সুখের নেশায়
ছড়ায় শুধু দীর্ঘশ্বাস।
ধুলোয় মোড়া মনে আমার
সুখের পাশে বসবাস।
অজানা কোন সুখের নেশায়
ছড়ায় শুধু দীর্ঘশ্বাস।
ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।।


চোখে মুখে উদাসী ভাব
এখনও কোন হেঁয়ালি?
চাইছি তোমায় আরও কাছে।
আকাশে চাঁদ রুপালী।
গহীন মনে ছায়া ফেলে
হতে পারো চেনা জন।
বেহিসাবী মাতাল আমি,
শুভ্র ছায়ায় অচেতন।
ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।


ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
ফিরে চাও, তুমি একটু পলক
ফেলে যাও, ও বাপুরাম।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।

Post a Comment

Previous Post Next Post