গানঃ নেশা লাগিলো রে
Song: Nesha Lagilo Re
শিল্পীঃ মিলা
কথা ও সুরঃ হাসন রাজা
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে।
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
হাছন জানের রূপটা দেখে ফালদি ফালদি উঠে।
হাছন জানের রূপটা দেখে ফালদি ফালদি উঠে।
চিরাবারা হাছন রাজার,
চিরাবারা হাছন রাজার,
বুকের মাঝে ফুটে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
ছটোফটো করে হাসন দেখিয়া চাঁদ মুখ।
ছটোফটো করে হাসন দেখিয়া চাঁদ মুখ।
হাসন জানের মুখ দেখি,
হাসন জানের মুখ দেখি,
জনমের গেলো দুখ।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে।
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।
নেশা লাগিলো রে,
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে।