ধার ধারি না পাড়া পড়শির


গানঃ ধার ধারি না পাড়া পড়শির
Song: Dhar Dhari Na Para Porshir
শিল্পীঃ সায়েরা রেজা
অ্যালবামঃ সুখের অমিল


ধার ধারি না পাড়া পড়শির, ধার ধারি না কারো;
প্রেমের পথে আসবে বাধা, আসতে পারে ঝড়ও।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
ধার ধারি না পাড়া পড়শির, ধার ধারি না কারো;
প্রেমের পথে আসবে বাধা, আসতে পারে ঝড়ও।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।।


মনই যখন দিলাম তারে কীসের এত বাধা?
সখিরা কয় শরম ছেড়ে হলাম কেন রাধা?
লোকের কথা লোকে বলুক কী বা আসে যায়?
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।।


প্রেমে পড়লে ভীষণ চালাক সাজে যেমন বোকা;
আমি বোকা কিংবা চালাক হবে এবার দেখা।
একবার যখন হারালো মন মনের ইশারায়।
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।।


ধার ধারি না পাড়া পড়শির, ধার ধারি না কারো;
প্রেমের পথে আসবে বাধা, আসতে পারে ঝড়ও।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।
তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়,
নুপুর পায়ে রিনিঝিনি নাচব সারা গাঁয়।।

Post a Comment

Previous Post Next Post