গানঃ নিশিথে আইসো ফুলবনে
Song: Nishete Aiso Ful Bone
শিল্পীঃ আখি আলমগীর
অ্যালবামঃ রং লেগেছে
তোমার কথা, হায় হায় মনে পড়ে।
জল পড়ে, পাতা নড়ে,
তোমার কথা, হায় হায় মনে পড়ে।
সর্প দংশনে মারিয়া আমায়,
ওঝা হও কেমনে?
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
জল পড়ে, পাতা নড়ে,
তোমার কথা, হায় হায় মনে পড়ে।
সর্প দংশনে মারিয়া আমায়,
ওঝা হও কেমনে?
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।।
রোদে পুড়ে, কাষ্ঠ জ্বলে, সূর্য থাকে বহুদূর,
অবহেলায় থাকলে পড়ে, পিপীলিকায় খাবে গুড়।
রোদে পুড়ে, কাষ্ঠ জ্বলে, সূর্য থাকে বহুদূর,
অবহেলায় থাকলে পড়ে, পিপীলিকায় খাবে গুড়।
সর্প দংশনে মারিয়া আমায়,
ওঝা হও কেমনে?
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে দেখ ঐ,
ডাকাতিয়া বাঁশির সুরে কেমন করে ঘরে রই?
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে দেখ ঐ,
ডাকাতিয়া বাঁশির সুরে কেমন করে ঘরে রই?
সর্প দংশনে মারিয়া আমায়,
ওঝা হও কেমনে?
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।।
জল পড়ে, পাতা নড়ে,
তোমার কথা, হায় হায় মনে পড়ে।
সর্প দংশনে মারিয়া আমায়,
ওঝা হও কেমনে?
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।
নিশিথে আইসো ফুলবনে,
তোমার মালকা বানু দিন গোনে।।