গানঃ সাধের বৃন্দাবন
Song: Sadher Brindabon
শিল্পীঃ সালমা
কথাঃ সমেশ্বর আলী
সুরঃ লুৎফর হাসান
অ্যালবামঃ বৃন্দাবন
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে,
আর পাখিদের গুঞ্জরণে মাতাও সমীরণ।
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
তোমার বাগান ভরা ফুলে, সুখের পরশ ঐ আঙ্গুলে,
তোমার বাগান ভরা ফুলে, সুখের পরশ ঐ আঙ্গুলে,
শত পাখির কুঞ্জরণে সাজাও কুঞ্জবন।
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
তোমার আকাশ ভরা তারা, নীলের মায়ায় পাগলপাড়া,
তোমার আকাশ ভরা তারা, নীলের মায়ায় পাগলপাড়া,
বাঁকা চাঁদের নিমন্ত্রণে কাঁপাও ত্রিভূবন।
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে,
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে,
আর পাখিদের গুঞ্জরণে মাতাও সমীরণ।
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?
বলো,
কার লাগিয়া পোড়াও তুমি সাধের বৃন্দাবন?