তুমি সাথী আমার জীবন মরণে



গানঃ তুমি সাথী আমার জীবন মরণে

Song: Tumi Sathi Amar Jibon Morone

শিল্পীঃ মনির খান

ছায়াছবিঃ সাথী তুমি কার

কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল



তুমি সাথী আমার জীবন মরণে,
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি সাথী আমার স্বয়ং স্বপনে।
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি ছাড়া বাঁচবো কী করে?


আকাশের বুকে চাঁদ থাকে যেমনি,
তুমি আমার বুকে থেকো তেমনি।
নদী ছুটে যায় সাগর পানে,
তেমনি তুমি এসো আমার টানে।
তুমি সাথী আমার জীবন মরণে,
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি সাথী আমার স্বয়ং স্বপনে।
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি ছাড়া বাঁচবো কী করে?


মেঘ যেমন ছোয় পাহাড়ের গায়,
তেমনি ছুতে মন তোমাকেই চায়।
চাতক যেমন চায় আষাঢ় শ্রাবণ,
তেমনি তোমায় চায় আমার এই মন।
তুমি সাথী আমার জীবন মরণে,
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি সাথী আমার স্বয়ং স্বপনে।
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি ছাড়া বাঁচবো কী করে?


তুমি সাথী আমার জীবন মরণে,
তুমি ছাড়া বাঁচবো কী করে?
তুমি ছাড়া বাঁচবো কী করে?

Post a Comment

Previous Post Next Post