চিরদিনই তুমি যে আমার



গানঃ চিরদিনই তুমি যে আমার

Song: Chirodin E Tumi Je Amar

ছায়াছবিঃ অমর সঙ্গী

শিল্পীঃ কিশোর কুমার ও আশা ভোসলে

গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়

সুর ও সঙ্গীতঃ বাপ্পি লাহিরী


চিরদিনই তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমারই।
চিরদিনই তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমারই।
আমি আছি সেই যে তোমার,
তুমি আছো সেই আমারই।
সঙ্গী,
সঙ্গী,
আমরা অমর সঙ্গী।

এত কাছে রয়েছো তুমি,
আরো কাছে তোমাকে যে চাই।
তুমি ছাড়া এমন আপন,
আমার যে আর কেউ নাই।
এত কাছে রয়েছো তুমি,
আরো কাছে তোমাকে যে চাই।
তুমি ছাড়া এমন আপন,
আমার যে আর কেউ নাই।
আমি কি গো তোমাকে ছেড়ে,
একা একা থাকতে পারি?
সঙ্গী,
সঙ্গী,
আমরা অমর সঙ্গী।


হুম হুহুম হু্মম
হুম হুহুম হু্মম
হুম হুহুম হু্মম
হু উ হু উ উম

এ জীবন ফুরিয়ে যেদিন,
পাবো এক নতুন জীবন।
সেদিনও হবে একাকার,
দু’জনার এই দু’টি মন।
এ জীবন ফুরিয়ে যেদিন,
পাবো এক নতুন জীবন।
সেদিনও হবে একাকার,
দু’জনার এই দু’টি মন।
হৃদয়েরই সব কবিতায়,
ঝরে পড়ে ছন্দ তারই।

চিরদিনই তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমারই।
আমি আছি সেই যে তোমার,
তুমি আছো সেই আমারই।
সঙ্গী,
সঙ্গী,
আমরা অমর সঙ্গী।

Post a Comment

Previous Post Next Post