ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়



গানঃ ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়

Song: Valobasa Chara Jani Bache Na Hridoy

Movie: Hridoy Sudhu Tomar Jonnno

শিল্পীঃ মনির খান ও কনক চাঁপা

কথা ও সুরঃ কবির বকুল

ছায়াছবিঃ হৃদয় শুধু তোমার জন্য



ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়,
তুমি যদি ভালবাসো বেঁচে থাকা হয়।
এই বুকের মধ্যখানে,
তুমি রয়েছো সেখানে,
হৃদয় শুধু তোমার জন্য, অন্য কারো নয়।
ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়,
তুমি যদি ভালবাসো বেঁচে থাকা হয়।
এই বুকের মধ্যখানে,
তুমি রয়েছো সেখানে,
হৃদয় শুধু তোমার জন্য, অন্য কারো নয়।
ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়,
তুমি যদি ভালবাসো বেঁচে থাকা হয়।


কান্না হব দুই নয়নে, হাসি হব মুখে,
আমায় তুমি পাবে তোমার সকল দুঃখ সুখে।
নিশ্বাসেরই মত আছো মিশে তুমি প্রাণে,
তোমার পরে নেই তো কিছু জানে হৃদয় জানে।
তোমার জন্য করি না তো কোন কিছুই ভয়।
ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়,
তুমি যদি ভালবাসো বেঁচে থাকা হয়।


জন্ম আমার আবার হলে তোমায় খুজে নেব,
হৃদয় দিতে হলে আমি তোমায় শুধু দেব।
দেখবো তোমায় পাথর চোখে মরণ আমার হলে,
বিদায় দিও আমায় ত্তুমি নিয়ে তোমার কোলে।
তোমার স্বপ্ন দেখে দেখে ফুরাবে সময়।
ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়,
তুমি যদি ভালবাসো বেঁচে থাকা হয়।
এই বুকের মধ্যখানে,
তুমি রয়েছো সেখানে,
হৃদয় শুধু তোমার জন্য, অন্য কারো নয়।
ভালবাসা ছাড়া জানি বাচে না হৃদয়,
তুমি যদি ভালবাসো বেঁচে থাকা হয়।

Post a Comment

Previous Post Next Post