গানঃ কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
Song: Krishno Aila Radhar Kunje
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
কথা ও সুরঃ শাহ আরকুম আলী
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে পাইলা ভোমরা।
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে পাইলা ভোমরা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে পাইলা ভোমরা।
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে পাইলা ভোমরা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
শুয়া চন্দন, ফুলের মালা,
সখিগণে লইয়া আইলা।
শুয়া চন্দন, ফুলের মালা,
সখিগণে লইয়া আইলা।
কৃষ্ণয় দিলা রাধার গলে,
বাসর হইল উজালা।
বাসর হইল উজালা গো,
বাসর হইলো উজালা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণয় দিলা রাধার গলে,
রাধায় দিলা কৃষ্ণর গলে।
কৃষ্ণয় দিলা রাধার গলে,
রাধায় দিলা কৃষ্ণর গলে।
আনন্দে সখীগণ নাচে,
দেখিয়া প্রেমের খেলা।
দেখিয়া প্রেমের খেলা গো,
দেখিয়া প্রেমের খেলা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা,
নাচে, গায়, খেলে তারা।
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা,
নাচে, গায়, খেলে তারা।
কুল ও মানের ভয় রাখে না,
ললিতা আর বিশু খা।
ললিতা আর বিশু খা গো,
ললিতা আর বিশু খা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে পাইলা ভোমরা।
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে পাইলা ভোমরা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।