শিরোনামঃ তোমার হব বলে
Song: Tomar Hobo Bole
কন্ঠঃ সাব্বির নাসির
কথাঃ আবু সায়েম চৌধুরী
সুরঃ শফিক তুহিন
বিষ পান করবো বলে।
আমি তোমার বুকে ঘৃণা হয়েছি,
ঘৃণা আদর ধরবো বলে।
আমি তোমার পথে কাঁটা হয়েছি,
ফুল ফোটাবো বলে।
আমি তোমার ভীষণ পর হয়েছি,
আপন করবো বলে।
আমি তোমার জন্য সব করেছি,
তোমার হব বলে।
আমি তোমার জন্য সব ছেড়েছি,
ভালবাসবো বলে।
আমি তোমার জন্য সব ছেড়েছি,
শুধু তোমার হব বলে।
শুধু তোমার হব বলে।
জানি আমায় নিয়ে প্রশ্ন অনেক ভুলে ভরা ভ্রান্ত,
আমার কথা ভাবতে ভাবতে জানি তুমি ক্লান্ত।
আমি তোমার কাছে শত্রু ভীষণ,
বন্ধু হব বলে।
আমি তোমার মনে প্রেমের সিন্ধু,
গড়বো তিলে তিলে।
আমি তোমার জন্য সব ছেড়েছি,
তোমার হব বলে।
আমি তোমার জন্য সব ছেড়েছি,
ভালবাসবো বলে।
আমি তোমার জন্য সব ছেড়েছি,
শুধু ভালবাসি বলে।
শুধু ভালবাসি বলে।
জানি তোমার কাছে মন্দ আমি বড় দ্বিধা দ্বন্দ,
দ্বন্দের মাঝে খুজে পেয়েছি প্রেমেরই ছন্দ।
আমি তোমার কাছে অনেক জ্বালা,
শুধু পুড়বো বলে।
আমি তোমার মাঝে কালো রাত্রি,
জোনাকি হব বলে।
আমি তোমার জন্য সব করেছি,
তোমার হব বলে।
আমি তোমার জন্য সব ছেড়েছি,
ভালবাসবো বলে।
আমি তোমার জন্য সব ছেড়েছি,
শুধু ভালবাসি বলে।
শুধু ভালবাসি বলে।
শুধু ভালবাসি।
শুধু ভালবাসি।