গানঃ থাকতে যদি না পাই ( ভালবাসি বলে বন্ধু )
Song: Thakte Jodi Na Pai ( Valobai Bole Bondhu )
শিল্পীঃ সৈয়দ আবদুল হাদী
কথা ও সুরঃ সাধক জালাল উদ্দীন খাঁ
থাকতে যদি না পাই তোমায়,
থাকতে যদি না পাই তোমায়,
চাই না মরিলে।
আমায় কাঁদালে।
তাই বুঝি আজ বুক ভেসে যায়,
তাই বুঝি আজ বুক ভেসে যায়,
নয়নের জলে।
আমায় কাঁদালে।
ভালবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে।
রে বন্ধু আমায় কাঁদালে।
ভালবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে।
রে বন্ধু আমায় কাঁদালে।
ভালবাসা করে যে জন,
কাঁদিতে হয় অতি গোপন।
ভালবাসা করে যে জন,
কাঁদিতে হয় অতি গোপন।
শুষ্ক বৃক্ষের কষ্ট যেমন,
শুষ্ক বৃক্ষের কষ্ট যেমন,
পাতা নাই ডালে।
আমায় কাঁদালে।
ভালবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে।
রে বন্ধু আমায় কাঁদালে।
ভালবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে।
রে বন্ধু আমায় কাঁদালে।
ভালবাসার এমন রীতি,
কাঁদিতে হয় দিবা রাতি।
ভালবাসার এমন রীতি,
কাঁদিতে হয় দিবা রাতি।
তবু আমি মালা গাঁথি।
পড়েছি গলে।
আমায় কাঁদালে।
ভালবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে।
রে বন্ধু আমায় কাঁদালে।
ভালবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে।
রে বন্ধু আমায় কাঁদালে।