গানঃ বৃষ্টি পড়ে টাপুর টুপুর
Song: Bristi Pore Tapur Tupur
শিল্পীঃ সেলিম চৌধুরী
ছায়াছবিঃ কুসুম কুসুম ভালবাসা
পায়ে দিয়ে সোনার নূপুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পায়ে দিয়ে সোনার নূপুর,
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পায়ে দিয়ে সোনার নূপুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পায়ে দিয়ে সোনার নূপুর,
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?
আলতা রাঙ্গা গায়ের বরণ,
দীঘল কালো চুল।
লাজুক লাজুক মুখ যেন তার
ফোটা পদ্মফুল।
আলতা রাঙ্গা গায়ের বরণ,
দীঘল কালো চুল।
লাজুক লাজুক মুখ যেন তার
ফোটা পদ্মফুল।
বুকের মাঝে ভালবাসার
ভরা নদী উছলায়।
বুকের মাঝে ভালবাসার
ভরা নদী উছলায়।।
ডাগর ডাগর চোখ যেন তার
ভালবাসার ঘর।
এক পলকে আমার বুকে
তোলে প্রেমের ঝড়।
ডাগর ডাগর চোখ যেন তার
ভালবাসার ঘর।
এক পলকে আমার বুকে
তোলে প্রেমের ঝড়।
একটু সুখের ছোয়া পেতে
মনটা তারে ডেকে যায়।
একটু সুখের ছোয়া পেতে
মনটা তারে ডেকে যায়।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পায়ে দিয়ে সোনার নূপুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পায়ে দিয়ে সোনার নূপুর,
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পায়ে দিয়ে সোনার নূপুর,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পায়ে দিয়ে সোনার নূপুর,
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?
আঁকাবাঁকা মেঠো পথে,
কোন রুপসী হেটে যায়?