বংশী বাজায় কে



গানঃ বংশী বাজায় কে
Song: Bongshi Bajay Ke
শিল্পী বেবী নাজনীন
গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ 
অ্যালবাম: দু চোখে ঘুম আসে না


বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।।


শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাধা,
বন্ধু আমার শ্যাম কালিয়া আমি যে তার রাধা।
শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাধা,
বন্ধু আমার শ্যাম কালিয়া আমি যে তার রাধা।
উদাসী করলো বাঁশির সুর যে আমাকে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।।


এত মধুর সুর যে তার কত জানি সুন্দর,
নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর।
এত মধুর সুর যে তার কত জানি সুন্দর,
নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর।
রাখিতে পারি না বেধে ঘরে নিজেকে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।।


বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে?
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে।।

Post a Comment

Previous Post Next Post