যমুনায় (বলিস সই গো ননদী রে)


গানঃ যমুনায় (বলিস সই গো ননদী রে)
Song: Jomunay
শিল্পীঃ বেবী নাজনীন
অ্যালবামঃ ভালবাসার ঘর



বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
ঘর ছাড়া করিল শ্যাম রায়;
আমি,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
যমুনায়,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
ঘর ছাড়া করিল শ্যাম রায়;
আমি,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
যমুনায়,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।।


সংসারে মোর মন বসে না।
লোক লাজের ভয়ে
জোর করে আর থাকবো কত
তার সংসারী হয়ে?
সংসারে মোর মন বসে না।
লোক লাজের ভয়ে
জোর করে আর থাকবো কত
তার সংসারী হয়ে?
কূল হারা হইলাম প্রেমের দায়।
আমি,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
যমুনায়,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।।


খাঁচার পাখি উড়ে গেলে
আসে না আর ফিরে।
আমি মরলে মাটি দিস সই
যমুনারই তীরে।
খাঁচার পাখি উড়ে গেলে
আসে না আর ফিরে।
আমি মরলে মাটি দিস সই
যমুনারই তীরে।
মিনতি করি সই তোর পায়।
আমি,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
যমুনায়,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
ঘর ছাড়া করিল শ্যাম রায়;
আমি,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
যমুনায়,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
বলিস সই গো ননদী রে,
আসবো না আর আমি ফিরে।
ঘর ছাড়া করিল শ্যাম রায়;
আমি,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।
যমুনায়,
ঝাঁপ দিয়া মরিবো গো যমুনায়।

Post a Comment

Previous Post Next Post