গানঃ তোমার হাত পাখার বাতাসে
Title: Tomar Hat Pakhar Batashe
ছবিঃ বাবার জন্য যুদ্ধ
কথাঃ রফিকুজ্জামান
সুরঃ রাজেশ
শিল্পীঃ আকবর
প্রাণ জুড়িয়ে আসে;
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে।
থাকো আমার পাশে।।
তোমার হাত পাখার বাতাসে,
প্রাণ জুড়িয়ে আসে;
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে।
থাকো আমার পাশে।।
যখন কুপি জ্বলা রাতে,
আমার থালার গরম ভাতে,
পুটি মাছের ঝোল তুলে দাও
তুমি আপন হাতে।
যখন কুপি জ্বলা রাতে,
আমার থালার গরম ভাতে,
পুটি মাছের ঝোল তুলে দাও
তুমি আপন হাতে।
সারাদিনের কষ্ট ভুলে
মনটা আমার হাসে।
মনটা আমার হাসে।।
তোমার হাত পাখার বাতাসে,
প্রাণ জুড়িয়ে আসে;
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে।
থাকো আমার পাশে।।
আমার ছোট্ট ভাঙা ঘরে,
যেন চাঁদের আলো ঝরে,
ঘুমাও যখন মাথা রেখে
আমার বুকের পরে।
আমার ছোট্ট ভাঙা ঘরে,
যেন চাঁদের আলো ঝরে,
ঘুমাও যখন মাথা রেখে
আমার বুকের পরে।
মনটা আমার স্বপ্ন হয়ে
চাঁদের খেয়ায় ভাসে।
চাঁদের খেয়ায় ভাসে।।
তোমার হাত পাখার বাতাসে,
প্রাণ জুড়িয়ে আসে;
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে।
থাকো আমার পাশে।।
তোমার হাত পাখার বাতাসে,
প্রাণ জুড়িয়ে আসে;
কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে।
থাকো আমার পাশে।।