গানঃ জীবন রে
Title: Jibon Reছবিঃ প্রেম আমার ২ শিল্পীঃ অরিন্দম মূল গীতিকারঃ গোষ্ঠ গোপাল দাস রুপান্তরঃ রিতম সেন
Title: Jibon Re
ও জীবন রে!
তুই ছাড়িয়া যাস নে মোরে।
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।
ভাবতে পারছি না তুই ছাড়া,
খুঁজছে তোকে সব চিন্তারা। (২)
সব খালি খালি লাগে সবসময়,
কেন শুধু শুধু বল কষ্ট হয়,
তোকে পাবো না ভেবে করছে ভয় আমার ।(২)
বল না কি দোষ করেছি?
এই নে দু'কান ধরেছি।
আজ ক্ষমা করে দে আমায়।
ও জীবন রে!
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।
ভাবতে পারছি না তুই ছাড়া,
খুঁজছে তোকে সব চিন্তারা। (২)
সব খালি খালি লাগে সবসময়,
কেন শুধু শুধু বল কষ্ট হয়,
তোকে পাবো না ভেবে করছে ভয় আমার ।(২)
বল না কি দোষ করেছি?
এই নে দু'কান ধরেছি।
আজ ক্ষমা করে দে আমায়।
ও জীবন রে!
তুই ছাড়িয়া যাস নে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।
কান্না পাচ্ছে খুব শোন না তুই,
স্বপ্নে দিলে ডুব, তোকে ছুই।
কেন চলে গেলি দূরে জানি না,
মন খুজে খুজে ফেরে ঠিকানা।
তোকে ছাড়া কেন প্রাণ বাঁচে না আমার।
সব খালি খালি লাগে সবসময়,
কেন শুধু শুধু বল কষ্ট হয়,
তোকে পাবো না ভেবে করছে ভয় আমার।।
বল না কি দোষ করেছি?
এই নে দু'কান ধরেছি।
আজ ক্ষমা করে দে আমায়।
ও জীবন রে!
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।
কান্না পাচ্ছে খুব শোন না তুই,
স্বপ্নে দিলে ডুব, তোকে ছুই।
কেন চলে গেলি দূরে জানি না,
মন খুজে খুজে ফেরে ঠিকানা।
তোকে ছাড়া কেন প্রাণ বাঁচে না আমার।
সব খালি খালি লাগে সবসময়,
কেন শুধু শুধু বল কষ্ট হয়,
তোকে পাবো না ভেবে করছে ভয় আমার।।
বল না কি দোষ করেছি?
এই নে দু'কান ধরেছি।
আজ ক্ষমা করে দে আমায়।
ও জীবন রে!
তুই ছাড়িয়া যাস নে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।
তুই জীবন ছাড়িয়া গেলে,
আদর করবে কে জীবন রে।
আদর করবে কে জীবন রে।