আমার আশার বাসা


গানঃ আমার আশার বাসা
Title: Amar Ashar Basa
শিল্পীঃ মনির খান ও কনক চাপা
ছায়াছবিঃ আমার স্বপ্ন আমার সংসার


আমার আশার বাসা
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া,
আমার ভালবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া।
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া,
আমার ভালাবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া।
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া।

প্রেমেরি পালঙ্কে দেব অন্তরও বিছাইয়া,
সুখের স্বপন দেখবো তোমার মুখের পানে চাইয়া।
প্রেমেরি পালঙ্কে দিও অন্তরো বিছাইয়া,
সুখের স্বপন দেখবো তোমার মুখের পানে চাইয়া।
আমি আনন্দ জোয়ারে বাসবো
তোমায় বুকে নিয়া।
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া।

সুবাসি চন্দনে দিও অধরও সাজাইয়া,
আদর সোহাগ মাখবো আমি তোমায় কাছে পাইয়া।
সুবাসি চন্দনে দেবো অধরও সাজাইয়া,
আদর সোহাগ মাখবো তোমায় আমি কাছে পাইয়া।
তুমি বাসনা সাগরে ডুবাও
জুড়ায় যেন হিয়া,
আমার আশার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া।

আমার ভালবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া।

আমার আসার বাসা
বাইন্ধা দিও চাঁন্দের জোসনা দিয়া,
আমার ভালবাসার বাসর বাইন্ধো
বকুল বাসনা দিয়া।
তোমার আশার বাসা
বাইন্ধা দিবো চাঁন্দের জোসনা দিয়া।

Post a Comment

Previous Post Next Post