গানঃ আমায় দুনিয়া থেকে চুরি করে
Title: Amay Duniya Theke Churi Kore
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা
ছায়াছবিঃ মুখোমুখি
ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে,
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও
আমার দেহ মাঝে, মিশে যাওনা তুমি,
একই দেহ নিয়ে, রবো তুমি আমি।
আমার দেহ মাঝে, মিশে যাওনা তুমি,
একই দেহ নিয়ে, রবো তুমি আমি।
তুমি দূরে গেলে, ও বন্ধু আমার,
ফুলের মতো যাবো যে ঝরে।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে,
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও
তোমায় দেখার দুই চোখ, যেন তোমারই দান,
বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ।
তোমায় দেখার দুই চোখ, যেন তোমারই দান,
বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ।
চিরদিনের তরে, ও বন্ধু আমার,
বেঁধে রেখো তোমার প্রেমও ডোরে।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে,
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে।
ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও