প্রেমের বাক্স


গানঃ প্রেমের বাক্স
Title: Premer Baksho
শিল্পীঃ ইমরান কনা
ছবিঃ দহন
গীতিকারঃ শাহ আলম সরকার
সঙ্গীতঃ ইমন সাহা

ভালোবাসার পানের খিলি,
ভালোবাসার পানের খিলি,
মুখে দেবো তুইলে,
প্রেমের বাক্স দেবো খুইলে।
বন্ধু আমার বাড়ি আইসো,
প্রেমের বাক্স দেবো খুইলে।
ভালোবাসার পানের খিলি,
ভালোবাসার পানের খিলি,
মুখে দেবো তুইলে
প্রেমের বাক্স দেবো খুইলে।
বন্ধু আমার বাড়ি আইসো,
প্রেমের বাক্স দেবো খুইলে।



গোলাপ জলে স্নান করায়ে,
আতর দেবো ঢেলে,
বন্ধু আতর দেবো ঢেলে,
মান করিলে মান ভাঙায়ে,
শরবত দেবো গুইলে,
প্রেমের বাক্স দেবো খুইলে।
বন্ধু আমার বাড়ি আইসো,
প্রেমের বাক্স দেবো খুইলে।

পাছে যদি যাও গো বন্ধু,
তুমি আমায় ভুইলে,
বন্ধু তুমি আমায় ভুইলে
পাছে যদি যাও গো বন্ধু,
তুমি আমায় ভুইলে,
বন্ধু তুমি আমায় ভুইলে,
মধুর চাকের মতো তাইতো
থাকবো গলায় ঝুইলে,
প্রেমের বাক্স দেবো খুইলে।
বন্ধু আমার বাড়ি আইসো,
প্রেমের বাক্স দেবো খুইলে।

ভালোবাসার পানের খিলি,
ভালোবাসার পানের খিলি,
মুখে দেবো তুইলে,
প্রেমের বাক্স দেবো খুইলে,
বন্ধু আমার বাড়ি আইসো,
প্রেমের বাক্স দেবো খুইলে।
প্রেমের বাক্স দেবো খুইলে।
প্রেমের বাক্স দেবো খুইলে।

Post a Comment

Previous Post Next Post