তোমার ওই নীল নীল চোখ


গানঃ তোমার ওই নীল নীল চোখ
Title: Tomar Oi Nil Nil Chokh
কণ্ঠশিল্পীঃ এন্ড্রুকিশোর
ছবিঃ স্বপ্নের বাসর



তোমার ওই নীল নীল চোখ,
তোমার ওই লাল লাল ঠোট,
দেখে মরেছি, প্রেমে পড়েছি,
গোলাপী গালে টোল,
আমায় করেছে পাগল।
তোমার ওই নীল নীল চোখ,
তোমার ওই লাল লাল ঠোট,
দেখে মরেছি, প্রেমে পড়েছি,
গোলাপী গালে টোল,
আমায় করেছে পাগল।
তোমার ওই নীল নীল চোখ।।

রাঙ্গা পায়ে রুম ঝুম ঝুম,
হাতের কাঁকন ছুম ছুম ছুম,
রুপের ঝলক দিয়ে আমার কেড়ে নিলে ঘুম। (২)
রাঙ্গা পায়ে রুম ঝুম ঝুম,
হাতের কাঁকন ছুম ছুম ছুম,
রুপের ঝলক দিয়ে আমার কেড়ে নিলে ঘুম।
এলো চুলে, ঢেউ তোলে, যেন মেঘেরই আঁচল;
আমায় করেছো পাগল।
তোমার ওই নীল নীল চোখ।।

ঝুমকো লতায় ঝুম ঝুম ঝুম,
কন্ঠে তোমার গুন গুন গুন,
আগুন ঝরা অঙ্গ দেখে হয়ে গেছি খুন। (২)
ভীরু লাজে, বউ সেজে, মেখে প্রেমেরই কাজল;
আমায় করেছো পাগল।।

তোমার ওই নীল নীল চোখ,
তোমার ওই লাল লাল ঠোট,
দেখে মরেছি, প্রেমে পড়েছি,
গোলাপী গালে টোল,
আমায় করেছে পাগল।
তোমার ওই নীল নীল চোখ।।

Post a Comment

Previous Post Next Post