গানঃ তোরে একজোড়া নয়নে দেখে
Title: Tore Ekjora Noyone Dekhe
কণ্ঠশিল্পীঃ মনির খান ও সালমা
কথা সুর ও সংগীতঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছবিঃ দুধর্ষ প্রেমিক
আমার আরেক জোড়া নয়ন প্রয়োজন।
তোরে একজোড়া নয়নে দেখে ভরে নারে মন,
আমার আরেক জোড়া নয়ন প্রয়োজন।
এক হৃদয়ে ধরে না তোর প্রেমেরও ওজন,
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন,
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন,
তোরে একজোড়া নয়নে দেখে ভরে নারে মন,
আমার আরেক জোড়া নয়ন প্রয়োজন।।
তোরই প্রেমে অন্ধ আমি, জন্ম অন্ধ যেমন,
দেখতে চাই না দীন দুনিয়া, দেখতে লাগে কেমন? (২)
এক জীবনে ফুরাবে কী প্রেমের আলাপন।
আমার আর একটা যে জীবন প্রয়োজন,
আমার আর একটা যে জীবন প্রয়োজন,
তোরে একজোড়া নয়নে দেখে ভরে নারে মন,
আমার আরেক জোড়া নয়ন প্রয়োজন।।
তোরই প্রেমে মরণ আমার, মরণের স্বাদ এমন,
লক্ষ্য জীবন দুনিয়াতে বাচার স্বাধটা তেমন। (২)
এক জীবনে কেমনে হয় প্রেমেরও মিলন?
আমার আর একটা যে জীবন প্রয়োজন,
আমার আর একটা যে জীবন প্রয়োজন,
তোরে একজোড়া নয়নে দেখে ভরে নারে মন,
আমার আরেক জোড়া নয়ন প্রয়োজন।।
তোরে একজোড়া নয়নে দেখে ভরে নারে মন,
আমার আরেক জোড়া নয়ন প্রয়োজন।
এক হৃদয়ে ধরে না তোর প্রেমেরও ওজন,
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন,
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন,
তোরে একজোড়া নয়নে দেখে ভরে নারে মন,
আমার আরেক জোড়া নয়ন প্রয়োজন।।