তোমার কারনে আমি উচ্ছল


গানঃ তোমার কারনে আমি উচ্ছল
Title: Tomar Karone Ami Ucchal
কণ্ঠশিল্পীঃ কনক চাপা ও এন্ড্রুকিশোর
ছবিঃ হৃদয়ের কথা



তোমার কারনে আমি উচ্ছল, তোমার কারনে উদাসী,
তোমার কারনে আমি মরণ থেকে বারবার ফিরে আসি।
বলো না, বলো না, বলো না ভালবাসি।         (২)

তোমাকে ছাড়া আমি স্বপ্নের পাখা মেলতে চাই না,
তোমাকে ছাড়া আমি চোখে পলকও ফেলতে চাই না।    (২)
তোমার কারনে আমি আগুনে জ্বলেও দিয়ে যাবো সুখের হাসি;
বলো না, বলো না, বলো না ভালবাসি।।

পাগল হয়েছি আমি নিজের অজান্তে, তোমারই জন্য,
তোমাকে ভালবেসে আমার আমিকে করেছি শুন্য।                (২)
তোমার কারনে আমি অপরাধী হলেও বারবার নেব ফাসি;
বলো না, বলো না, বলো না ভালবাসি।।

তোমার কারনে আমি উচ্ছল, তোমার কারনে উদাসী,
তোমার কারনে আমি মরণ থেকে বারবার ফিরে আসি।
বলো না, বলো না, বলো না ভালবাসি।         (২)
তোমার কারনে আমি উচ্ছল, তোমার কারনে উদাসী,
তোমার কারনে আমি মরণ থেকে বারবার ফিরে আসি।।

Post a Comment

Previous Post Next Post