ভালবাসা ভালো লাগা এক নয়


গানঃ ভালবাসা ভালো লাগা এক নয়
Title: Valobasha Valo Laga Ek Noy



চোখেতে অনেক ছবি ভালো লাগে,
আপন করে পেতে সাধ যে জাগে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
রংধনুর রং শুধু প্রাণেতে ঝরে,
উদাস এ মনকে বিভোর করে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।


হয় আমার কথা সুন্দর,
হয়তো আমার গান মিষ্টি;
হয়তো আমার প্রেম নির্ঝর,
যাদু ভরা দুচোখের দৃষ্টি।
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়,
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।


তবুও যে মন একটি স্বপ্নকে ভালবেসে,
এগিয়ে চলে সে তো ভাবাবেশে।
ফুল তো ফুটবেই বাগানে,
ছুটে ছুটে আসবেই অলি;
যখনই জ্বলবে দীপ আধারে,
যাবে তো পতঙ্গ চলি।
যদিও এ কথা মিথ্যে নয়,
ভালো লাগা শেষে ভালবাসা হয়।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।


চোখেতে অনেক ছবি ভালো লাগে,
আপন করে পেতে সাধ যে জাগে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।
রংধনুর রং শুধু প্রাণেতে ঝরে,
উদাস এ মনকে বিভোর করে।
তবু ভালবাসা ভালো লাগা এক নয়।
ভালবাসা ভালো লাগা এক নয়।

1 Comments

Previous Post Next Post