গানঃ ভাইজান ঈদে এলো রে
Title: Bhaijan Eid E Elo Re
ছবিঃ ভাইজান এলো রে
ওয়ালাইকুম আসসালাম,
আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম,
আল্লার বান্দা আমি,
জানাই দিলছে সালাম।
ওই খুশির চাঁদের আলো নিয়ে
এলাম তোদের দরবারে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।।
আজ পারায় পাড়ায় জানিয়ে দে
এসেছে ভাইজান,
আমার চোখের সুরমা দে
ভালবাসার টান।
আজ বছর ঘুরে আবার ফিরে
এসেছে এই দিন,
আমার নামে দাওয়াত সবার
জমে যাবে সীন।
ওই খুশির চাঁদের আলো নিয়ে
এলাম তোদের দরবারে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।।
আজ দোয়া করি একসাথে
আল্লাহর কাছে,
আপন করে নেব তাকে
দূরে যে আছে।
হায় খোদায় যেন মাফ করে
ভুল হলে আমার,
আয় সবাই মিলে আসর জমাই
ভয় কীসের রে আর?
ওই খুশির চাঁদের আলো নিয়ে
এলাম তোদের দরবারে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।।
আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম,
আল্লার বান্দা আমি,
জানাই দিলছে সালাম।
ওই খুশির চাঁদের আলো নিয়ে
এলাম তোদের দরবারে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।
ভাইজান, ভাইজান,
ভাই, ভাই, ভাইজান,
ভাইজান ঈদে এলো রে।।
Tags:
ছায়াছবির গান