হয়ে আয় বন্ধু জয়


গানঃ হয়ে আয় বন্ধু জয়
Title: Hoye Aay Bondhu Joy
শিল্পীঃ শান
ছবিঃ নাকাব



হয়ে আয় বন্ধু জয়,
হয়ে আয় না ব্যর্থময়।
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক।
বেসেছি তোকেই ভালো।
আজ হোক দিনটা তোর,
আজ হোক দিন আমার।
চল না এভাবে মরতে যাই বারেবার।
হয়ে আয় বন্ধু জয়,
হয়ে আয় না ব্যর্থময়।
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক।
বেসেছি তোকেই ভালো।।


বলবো কি বলবো না,
ভেবে কতদিন
কাটাবি এমন করে?
চলবো কি চলবো না,
করে কত রাত
ভাসাবি এমন করে?
আজ হোক দিনটা তোর,
আজ হোক দিন আমার।
চল না এভাবে মরতে যাই বারেবার।
হয়ে আয় বন্ধু জয়,
হয়ে আয় না ব্যর্থময়।
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক।
বেসেছি তোকেই ভালো।


ঘুরছে মন, উড়ছে মন,
তোর দুই পাশে,
আজকে এসেছি তাই জানাতে।
এই সকাল অন্য না,
তুই নে ধরে,
এই বার কে কাকে থামাবে?
আজ হোক দিনটা তোর,
আজ হোক দিন আমার।
চল না এভাবে মরতে যাই বারেবার।
হয়ে আয় বন্ধু জয়,
হয়ে আয় না ব্যর্থময়।
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক।
বেসেছি তোকেই ভালো।

Post a Comment

Previous Post Next Post