আমার টুনি কই রে


গানঃ আমার টুনি কই রে
Title: Amar Tuni Koi Re
শিল্পীঃ প্রমিত



আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।
আরে প্রথমেতে করলাম বিয়া জেলা বাগেরহাট,
বাসর রাতে বউয়ের ঘরে ভাইঙ্গা গেছে খাট।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে।।


তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালী,
বউ আমার ভালো লাগে না, ভালো লাগে শালী।
তারপরেতে করলাম বিয়া জেলা রাঙ্গামাটি,
বউ আমার যেমন তেমন শাশুড়ি ফাটাফাটি।
তারপরেতে করলাম বিয়া জেলা চট্টগ্রাম,
বউ আমার দেখতে যেন আলকাতরার ড্রাম।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে।।


তারপরেতে করলাম বিয়া জেলা কুমিল্লা,
বউয়ের গালি খাই রে আমি পোড়া কপাইল্যা।
তারপরেতে করলাম বিয়া জেলা নরসিংদী,
বউ ঘুমাইয়া থাকে আমি তিনবেলা রান্ধি।
তারপরেতে করলাম বিয়া জেলা গাজীপুর,
বউয়ের কাপর ধুইতে বলে শাশুড়ি শশুড়।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে।।


তারপরেতে করলাম বিয়া জেলা বরিশাল,
বউ আমার বস্তা পঁচা গোডাউনের মাল।
তারপরেতে করলাম বিয়া জেলা সাতক্ষীরা,
বউয়ের সাথে ফিল্ডিং মারে পাড়ার ছেলেরা।
তারপরেতে করলাম বিয়া জেলা বগুড়া,
সেই বউটার মাথা নষ্ট তার গেছে ছিড়া।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।।


আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।
সবশেষেতে করলাম বিয়া রাজধানী ঢাকা,
বউ আমায় ছাইড়া গেছে এখন আমি একা।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে, দিয়া গেছে ফাকি,
এগারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি।
আমার টুনি কই রে।
আমার টুনি কই রে।।

Post a Comment

Previous Post Next Post