গানঃ যেখানে যাই যেখানে
Title: Jekhane Jai Jekhane
কণ্ঠশিল্পীঃ ডলি সায়ন্তনি
ছবিঃ ফুল এন্ড ফাইনাল
যেখানে যাই যেখানে, তুমি আছো আমার এই প্রাণে,
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
ও ওও
যেখানে যাই যেখানে, তুমি আছো আমার এই প্রাণে,
যেখানে যাই যেখানে, তুমি আছো আমার এই প্রাণে।।
স্বপ্ন স্বপ্ন আমার মন, মনে তুমি সারাক্ষন,
ছোট্ট ছোট্ট আশাতে, চাই সাজাতে তোমাকে।
তোমার বুকেতে মুখ, আমি লুকাতে চাই,
তোমার হৃদয়ে তাই, আমায় দিও ঠাই।
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
ও ওও
যেখানে যাই যেখানে, তুমি আছো আমার এই প্রাণে,
যেখানে যাই যেখানে, তুমি আছো আমার এই প্রাণে।।
চন্দ্র, সূর্য সাক্ষী ফুল, ভালবাসায় নেই তো ভুল,
থাকবো তোমার আজীবন, জেনে রাখুক এ ভুবন।
তুমি আমারই প্রেম, তুমি আমারই জান,
তুমি আমারই সুখ, তুমি সুখের বান।
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
ও ওও
যেখানে যাই যেখানে, তুমি আছো আমার এই প্রাণে,
যেখানে যাই যেখানে, তুমি আছো আমার এই প্রাণে।।
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
আসবো ফিরে আবারো, তোমারই টানে।
ও ওও।।.........