ও আমার মুন্নি

গানঃ ও আমার মুন্নি
Title: O Amar Munni
মূলঃ ও মেরি মুন্নি


ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ছোট বয়স তুমি ভুল করো না,
জামানা খারাপ তুমি তা কি জানো না,
তুমি দেখ চারদিকে সব রঙ্গিন,
জেনে রাখ বয়স তোমার থারটিন।
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে।।


ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,


ঠোটে লিপষ্টিক গালেতে রুজ,
কেছোয়া পড়ে তারা হাই হিল সুজ,
ডিসকোতে নেচে তারা ফিরেছে রাতে,
এ সময় থাকা উচিত মা বাবার সাথে।
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে।।


তোর কথা ভেবে
ভয় লাগে প্রানে,
জানিনা যে কখন কি হয়;
তাই বলি শোনো
বুঝে শুনে চলো,
দুনিয়াটা তো ভাল নয়।


এখনো সময় আছে ভাল হবার তুই বাড়ি যা।
বাড়ি যা..................
এখনো সময় আছে ভাল হবার তুই যা আ..............
এখনো সময় আছে ভাল হবার তুই বাড়ি যা।
বাড়ি যা..................
আরে রে রে রাগ করে আমায় ভুল বুঝিস না আ..............


ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে।।


ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে।


ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে।।


ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে।


ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে,
ও আমার মুন্নি
মুন্নি মুন্নি বেইবে।।

Post a Comment

Previous Post Next Post