গানঃ জীবন আমার ধন্য হলো
Title: Jibon Amar Dhonno Holo
কণ্ঠশিল্পীঃ আসিফ আকবর ও রিজিয়া পারভিন
ছবিঃ মাই নেইম ইজ খান
ভালবাসি তোমাকে, থেকো আমারই বুকে, চিরসাথী হয়ে।
ও চিরসাথী হয়ে।
জীবন আমার ধন্য হলো, তোমাকে কাছে পেয়ে,
ভালবাসি তোমাকে, থেকো আমারই বুকে, চিরসাথী হয়ে।
ও চিরসাথী হয়ে।
অপরূপা তুমি, কত যে সুন্দর,
যত চেয়ে থাকি, ভরে না অন্তর।
কাছে এলে তুমি ভালো লাগে সব,
তুমি যে আমারই সুখের অনুভব।
শুধু এই মনে হয়, তুমি আমার হৃদয়;
ভালবাসি তোমাকে, থেকো আমারই বুকে, চিরসাথী হয়ে।
ও চিরসাথী হয়ে।
সারা বেলা শুধু ভাবি তোমাকে,
করেছ কী যাদু তুমি আমাকে?
একটা সেকেন্ড যদি না দেখি তোমায়,
থাকে না এই প্রাণ বুকেরই খাঁচায়।
শুধু এই মনে মন, তুমি আমার জীবন;
ভালবাসি তোমাকে, থেকো আমারই বুকে, চিরসাথী হয়ে।
ও চিরসাথী হয়ে।
জীবন আমার ধন্য হলো, তোমাকে কাছে পেয়ে,
ভালবাসি তোমাকে, থেকো আমারই বুকে, চিরসাথী হয়ে।
ও চিরসাথী হয়ে।