গানঃ আমরা বেকার পোলা
Title: Amra Bekar Pola
পথে ঘাটে ভিক্ষা করি দুইডা টাকা দেন না খালা।
আমরা বেকার পোলা, হাতে নিয়া ভাঙ্গা থালা,
পথে ঘাটে ভিক্ষা করি দুইডা টাকা দেন না খালা।
আইএ বিএ পাশ করিয়া, চাকরির আশায় ঘুইরা ফিরা।
পায়ের জুতা ক্ষয় করিয়া চাকরি মিলে নাই।
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।।
চাকরির ইন্টারভিউ দিলে, ভাইভাতে ডাইকা বলে,
ঘুষ ছাড়া সার্টিফিকেট সবই নাকি যাবে জলে। (২)
এই যদি হয় অবস্থা, তার কি নেই ব্যবস্থা?
গরীবের কপালে কি চাকরি বাকরি নাই?
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।।
আজ আমরা বেকার বলে, বুক ভাসাই চোখের জলে,
যে ছিল মনের মানুষ, সেও যায় দূরে চলে। (২)
আমাদের হান্নান মিয়া, মরছে গলায় দড়ি দিয়া।
ভালবাসার কুলসুম তারে দেখতে আসে নাই।
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।।
আমরা বেকার পোলা, হাতে নিয়া ভাঙ্গা থালা,
পথে ঘাটে ভিক্ষা করি দুইডা টাকা দেন না খালা।
আমরা বেকার পোলা, হাতে নিয়া ভাঙ্গা থালা,
পথে ঘাটে ভিক্ষা করি দুইডা টাকা দেন না খালা।
আইএ বিএ পাশ করিয়া, চাকরির আশায় ঘুইরা ফিরা।
পায়ের জুতা ক্ষয় করিয়া চাকরি মিলে নাই।
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।
শোনো ভাই, শোনো ভাই, আমরা করি না ছিনতাই,
আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।।
Tags:
বেদনার গান