আমার বউ চেয়ারম্যান


গানঃ আমার বউ চেয়ারম্যান
Title: Amar Bou Chairman
শিল্পীঃ প্রমিত



সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা, আমায় একখান তাবিজ দেন,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা, আমায় একখান তাবিজ দেন,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার খায়, আমার পড়ে, আমায় বলে আন্ডারস্ট্যান্ড,
আমার খায়, আমার পড়ে, আমায় বলে আন্ডারস্ট্যান্ড,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।।


জাত মারি গো জাত মারি, ভালবাসার জাত মারি;
জাত মারি গো জাত মারি, ভালবাসার জাত মারি;
এমন ভালবাসবো না আর হয়ে যাবো ভ্রম্যচারী।
জাত মারি গো জাত মারি, ভালবাসার জাত মারি;
এমন ভালবাসবো না আর হয়ে যাবো ভ্রম্যচারী।
আমার দেহ মনে শান্তি আসুক এমন একখান তাবিজ দেন,
দেহ মনে শান্তি আসুক এমন একখান তাবিজ দেন,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।।


লোক দেখালো ঘরের নারী, দিতে গেল গলায় দড়ি;
লোক দেখালো ঘরের নারী, দিতে গেল গলায় দড়ি;
পাড়ার লোকে দেখে বলে, আমি নাকি বউকে মারি!
লোক দেখালো ঘরের নারী, দিতে গেল গলায় দড়ি;
পাড়ার লোকে দেখে বলে, আমি নাকি বউকে মারি!
লোকের মাথায় বৃষ্টি পড়ুক এমন একখান তাবিজ দেন,
লোকের মাথায় বৃষ্টি পড়ুক এমন একখান তাবিজ দেন,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।।


বউটা আমার চাদের কনা, ভালো কথা সে বোঝে না;
বউটা আমার চাদের কনা, ভালো কথা সে বোঝে না;
উলটাপালটা কথা বলে আমায় ভালো সে বাসে না।
বউটা আমার চাদের কনা, ভালো কথা সে বোঝে না;
উলটাপালটা কথা বলে আমায় ভালো সে বাসে না।
আমায় শুধু ভালবাসুক এমন একখান তাবিজ দেন,
আমায় শুধু ভালবাসুক এমন একখান তাবিজ দেন,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।।


সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা, আমায় একখান তাবিজ দেন,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা,
সাধুবাবা, সাধুবাবা, আমায় একখান তাবিজ দেন,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার খায়, আমার পড়ে, আমায় বলে আন্ডারস্ট্যান্ড,
আমার খায়, আমার পড়ে, আমায় বলে আন্ডারস্ট্যান্ড,
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান।।

Post a Comment

Previous Post Next Post