ভাবীজান


গানঃ ভাবীজান
Title: O Vabijan
কথাঃ মজিবর
কণ্ঠঃ মজিবর



ও ভাবীজান,..................
ও ভাবীজান,..................
ভাবীজান, ভাবীজান,
আপনার বোন বেইমান,
আপনার বোন, আমার মন,
ভাইঙ্গা করছে খান খান। (২)
ভাবীজান, ভাবীজান
ভাবীজান, ভাবীজান
ভাবীজান,.....................

আপনার বোন আমার সাথে করছে শুধু আড়ি রে করছে শুধু আড়ি,..............
আপনার বোন আমার সাথে করছে শুধু আড়ি,
কথায় কথায় রাগ হইলে মারে শুধু ঝাড়ি।। (২)
আমার মন, আমার প্রান, ভাইঙ্গা খানে খান।
ভাবীজান, ভাবীজান,
আপনার বোন, আমার মন
ভাইঙ্গা করছে খান খান।
ভাবীজান, ভাবীজান
ভাবীজান, ভাবীজান
ভাবীজান,........................

মনে মনে ভেবেছিলাম করবো তারে বিয়ে রে করবো তারে বিয়ে,...............
মনে মনে ভেবেছিলাম করবো তারে বিয়ে,
হঠাৎ দেখি কলেজ রোডে ঘুরছে পরের নিয়ে।। (২)
রাগ আমার মাথার উপর, মেজাজ খানে খান।
ভাবীজান, ভাবীজান,
আপনার বোন, আমার মন
ভাইঙ্গা করছে খান খান।
ভাবীজান, ভাবীজান
ভাবীজান, ভাবীজান
ভাবীজান,........................

মনে মনে কত তারে দিয়েছি গয়না রে দিয়েছি শাড়ি,..................
মনে মনে কত তারে দিয়েছি শাড়ি,
পকেট আমার ফাকা ফাকা উদাসীনি দাড়ি।। (২)
আমার মন, আমার প্রান, ভালবাসার টান।
ভাবীজান, ভাবীজান,
আপনার বোন, আমার মন
ভাইঙ্গা করছে খান খান।
ভাবীজান, ভাবীজান,
আপনার বোন, আমার মন
ভাইঙ্গা করছে খান খান।
ভাবীজান, ভাবীজান
ভাবীজান, ভাবীজান
ভাবীজান,........................

Post a Comment

Previous Post Next Post