ফেসবুক


গানঃ ফেসবুক
Title: Facebook
ছবিঃ ওয়ার্নিং



একে তো নাচনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি,            [ছেলে]
তোর এসব ছল-চাতুরি থামবে কবে বল।
একে তো পুকুর চুরি, তার উপর ঝাড়ি জুড়ি,               [মেয়ে]
করিস না বাহাদুরিথাম না রে পাগল।
তুই আমার ফেসবুকেওনাই, তুই আমার এই বুকেও নাই,  [ছেলে]
তোকে আজ পারমানেন্টলি ডিলিট করতে চাই।
তুই আমার ফেসবুকেওনাই, তুই আমার এই বুকেও নাই,  [মেয়ে]
তোকে আজ পারমানেন্টলি ডিলিট করতে চাই।
একে তো নাচনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি,            [ছেলে]
তোর এসব ছল-চাতুরি থামবে কবে বল।
একে তো পুকুর চুরি, তার উপর ঝাড়ি জুড়ি,               [মেয়ে]
করিস না বাহাদুরিথাম না রে পাগল।
তুই আমার ফেসবুকেওনাই, তুই আমার এই বুকেও নাই,  [ছেলে]
তোকে আজ পারমানেন্টলি ডিলিট করতে চাই।
তুই আমার ফেসবুকেওনাই, তুই আমার এই বুকেও নাই,  [মেয়ে]
তোকে আজ পারমানেন্টলি ডিলিট করতে চাই।।

দেখবো আকাশ, দেখবো সাগর, দেখবো না তোর ছায়া,  [ছেলে]
তোরই জন্য এই অন্তরে, একটুও নাই মায়া।
দেখবো আকাশ, দেখবো সাগর, দেখবো না তোর ছায়া,  [মেয়ে]
তোরই জন্য এই অন্তরে, একটুও নাই মায়া।
আমি কি কচি খোকা? গাধা নই, নই তো বোকা,        [ছেলে]
মাথাতেও হয় নি পোকা, খাই নি পঁচা জল।
তুই আমার ফেসবুকেওনাই, তুই আমার এই বুকেও নাই,  [মেয়ে]
তোকে আজ পারমানেন্টলি ডিলিট করতে চাই।
তুই আমার ফেসবুকেওনাই, তুই আমার এই বুকেও নাই,  [ছেলে]
তোকে আজ পারমানেন্টলি ডিলিট করতে চাই।।

Post a Comment

Previous Post Next Post