গানঃ আওয়ারা আওয়ারা
Title: Aowara Aowara
ছবিঃ কী করে তোকে বলবো
বেসামাল, হয়েছি আজ বেসামাল, [ছেলে]
তুই তাকালি এমন করে,
ও এ ক’দিন হয়েছে দেখা তোর আমার,
দিলি মনটাকে কেমন করে।
তোকে জানাতে জানাতে চাই,
আমি বেচেছি ভালবাসায়।
মনের কোনে আপন মনে,
ঠিকানা বানাতে চাই।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। [মেয়ে]
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।
জানি, খুব অভিমানী, এই সব কাহিনী, মন পাহাড়ে, [মেয়ে]
আছি, তোর কাছে আছি, এই ভেবে বাঁচি, দিন নামাদে।
তোকে জানাতে জানাতে চাই, [ছেলে]
আমি বেচেছি ভালবাসায়।
মনের কোনে আপন মনে,
ঠিকানা বানাতে চাই।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। [মেয়ে]
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। [ছেলে]
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।
আসে, তোর কথা আসে, বন্ধু বাতাসের দোলনা চড়ে, [মেয়ে]
ভাসে, তোর ছবি ভাসে, আমার আকাশের সবটা জুড়ে।
তোকে জানাতে জানাতে চাই, [ছেলে]
আমি বেচেছি ভালবাসায়।
মনের কোনে আপন মনে,
ঠিকানা বানাতে চাই।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। [ছেলে]
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। [মেয়ে]
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। [উভয়]
আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে।