গানঃ এ মনটা বলেছে আমাকে
Title: E Monta Boleche Amake
কণ্ঠশিল্পীঃ মনির খান, কনক চাপা ও সৈয়দ আবদুল হাদী
ছবিঃ হৃদয়ের বন্ধন
এ মনটা বলেছে আমাকে, [মনির খান]
সে ভালোবেসেছে তোমাকে।
এ মনটা বলেছে আমাকে,
সে ভালোবেসেছে তোমাকে।
রয়েছ আমার এ অন্তরে,
দূরে থেকো না আর দূরে। (২)
এসো না আরো কাছে এসো,
আমাকে শুধু ভালোবাসো।
এ মনটা বলেছে আমাকে,
সে ভালোবেসেছে তোমাকে।
রয়েছ আমার এ অন্তরে,
দূরে থেকো না আর দূরে। (২)
এসো না আরো কাছে এসো,
আমাকে শুধু ভালোবাসো।
এ মনটা বলেছে আমাকে,
সে ভালোবেসেছে তোমাকে।।
চাও যদি তুমি, এনে দেব ওই, আকাশের চন্দ্র তারা, [মনির খান]
নীল সাগরে, উঠবে নাকো ঢেউ, তোমার কথা ছাড়া। (২)
কী যে চেয়েছি, কী যে পেয়েছি, কী যে হলো শেষে, [কনক চাপা]
তবু নীরবে, তোমাকে ভেবে, যাবো ভালবেসে।
রয়েছ আমার এ অন্তরে, [মনির খান]
দূরে থেকো না আর দূরে। (২)
এসো না আরো কাছে এসো,
আমাকে শুধু ভালোবাসো।
এ মনটা বলেছে আমাকে,
সে ভালোবেসেছে তোমাকে।।
হে হেহে হে, আ হাহা হাহা হা, [সৈয়দ আবদুল হাদী]
হে হেহে হে, আ হাহা হা। (২)
তুমি দু চোখে, তুমি এ বুকে, আছো ভাবনাতে, [কনক চাপা]
ঘুম তো আসে না, মন তো বসে না, জ্বালা দিনে রাতে।
ও ও ওও
তুমি দু চোখে, তুমি এ বুকে, আছো ভাবনাতে,
ঘুম তো আসে না, মন তো বসে না, জ্বালা দিনে রাতে। (২)
থাকো যেখানে, যাবো সেখানে, ভাঙবো নিয়ন নীতি, [সৈয়দ আবদুল হাদী]
ওয়াদা করেছি, আমি তোমাকে করবো, জীবন সাথী।
রয়েছ আমার এ অন্তরে,
দূরে থেকো না আর দূরে। (২)
এসো না আরো কাছে এসো,
আমাকে শুধু ভালোবাসো।
আমাকে শুধু ভালোবাসো।
আমাকে শুধু ভালোবাসো।।
রয়েছ আমার এ অন্তরে, [কনক চাপা(বিরহ)]
তবু দুজনে আজ দূরে। (২)
কী করে কাছে আমি আসি?
কী করে বলো ভালবাসি?
কী করে বলো ভালবাসি?
কী করে বলো ভালবাসি?
এ মনটা বলেছে আমাকে, [মনির খান]
সে ভালোবেসেছে তোমাকে।
রয়েছ আমার এ অন্তরে,
দূরে থেকো না আর দূরে। (২)
এসো না আরো কাছে এসো,
আমাকে শুধু ভালোবাসো।
আমাকে শুধু ভালোবাসো। [কনক চাপা]
আমাকে শুধু ভালোবাসো।
আমাকে শুধু ভালোবাসো।
আমাকে শুধু ভালোবাসো।
আমাকে শুধু ভালোবাসো। [মনির খান]