কোথায় আছো


গানঃ কোথায় আছো
Title: Kothay Acho
অ্যালবামঃ একবার বলো তুমি
শিল্পীঃ আসিফ আকবর



কোথায় আছো?
আমাকে কি ভূলে গেছো?
ভুল করে কখনো কি আমাকে মনে পড়ে না?(২)
হে হেহে আ হা হাহা
লা লা লা লা,লা লা লা লা (২)

আয়নাতে চোখ রেখে আমার প্রতিচ্ছবি দেখতে কি পাও?
পুরোনো অ্যালবামে কখনো আমার ছবি খুজে কি বেড়াও? (২)
একাকিত্বের মাঝে কখনো কি মনে পড়ে না?
হে হেহে আ হা হাহা
লা লা লা লা,লা লা লা লা (২)

নির্ঘুম রাত জেগে এখনো দেখো কি তুমি মায়াবী চাঁদ?
একাকি পায়চারী করে কি বেড়াও তুমি বেলকনি ছাদ? (২)
উদাসী কল্পনাতে কখনো কি মনে পড়ে না?
হে হেহে আ হা হাহা
লা লা লা লা,লা লা লা লা (২)

কোথায় আছো?
আমাকে কি ভূলে গেছো?
ভুল করে কখনো কি আমাকে মনে পড়ে না?(২)
হে হেহে আ হা হাহা
লা লা লা লা,লা লা লা লা (২)

Post a Comment

Previous Post Next Post