গানঃ তোমার মুখটা দেখে বলি
Title: Tomar Mukhta Dekhe Boli
কণ্ঠশিল্পীঃ সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ
ছবিঃ আমার প্রাণের স্বামী
তোমার মুখটা দেখে বলি, মাশআল্লাহ, [সামিনা চৌধুরী]
তোমার চোখটা দেখে বলি, মাশআল্লাহ,
স্বজন তুমি, সুজন তুমি, একজন আমার জানি,[কুমার বিশ্বজিৎ]
জীবন থেকে মরণ বন্ধু থাকবো তোমার আমি।
তুমি আমার প্রাণের স্বামী, [সামিনা চৌধুরী]
তুমি আমার প্রাণের স্বামী।
তুমি আমার প্রাণের স্বামী,
তুমি আমার প্রাণের স্বামী।
তোমার মুখটা দেখে বলি, মাশআল্লাহ, [কুমার বিশ্বজিৎ]
তোমার চোখটা দেখে বলি, মাশআল্লাহ,
স্বজন তুমি, সুজন তুমি, একজন আমার জানি,[সামিনা চৌধুরী]
জীবন থেকে মরণ বন্ধু থাকবো তোমার আমি।
আমি তোমার প্রাণের স্বামী, [কুমার বিশ্বজিৎ]
আমি তোমার প্রাণের স্বামী।
আমি তোমার প্রাণের স্বামী,
আমি তোমার প্রাণের স্বামী।।
মিষ্টি মিষ্টি কথা যখন বলো কানে কানে, [সামিনা চৌধুরী]
সুখের বৃষ্টি জাগে যে আমার প্রাণে প্রাণে।
রুমঝুম রুমঝুম মল বাজিয়ে যখন তুমি চলো, [কুমার বিশ্বজিৎ]
মনের নদী প্রেম তরঙ্গে হয় রে টলো মলো।
এক মাটিতে তৈরী দুইজন করলেন অন্তর্যামী, [সামিনা চৌধুরী]
আমি তোমার প্রাণের স্বামী, [কুমার বিশ্বজিৎ]
আমি তোমার প্রাণের স্বামী।
তুমি আমার প্রাণের স্বামী, [সামিনা চৌধুরী]
তুমি আমার প্রাণের স্বামী।।
স্বর্গ স্বর্গ লাগে যেন প্রেমের পৃথিবীটা, [কুমার বিশ্বজিৎ]
তোমার ভালবাসা লাগে মধুর চেয়ে মিঠা।
লক্ষ্য কোটি বছর যদি প্রাণের আয়ু হতো, [সামিনা চৌধুরী]
তোমায় ভালবাসতাম আরো ভালবাসার মতো।
এই জনমে তোমার চেয়ে নেই তো কিছুই দামী, [কুমার বিশ্বজিৎ]
তুমি আমার প্রাণের স্বামী, [সামিনা চৌধুরী]
তুমি আমার প্রাণের স্বামী।
আমি তোমার প্রাণের স্বামী, [কুমার বিশ্বজিৎ]
আমি তোমার প্রাণের স্বামী।।
তোমার মুখটা দেখে বলি, মাশআল্লাহ, [সামিনা চৌধুরী]
তোমার চোখটা দেখে বলি, মাশআল্লাহ, [কুমার বিশ্বজিৎ]
স্বজন তুমি, সুজন তুমি, একজন আমার জানি, [সামিনা চৌধুরী]
জীবন থেকে মরণ বন্ধু থাকবো তোমার আমি। [কুমার বিশ্বজিৎ]
তুমি আমার প্রাণের স্বামী, [সামিনা চৌধুরী]
তুমি আমার প্রাণের স্বামী।
আমি তোমার প্রাণের স্বামী, [কুমার বিশ্বজিৎ]
আমি তোমার প্রাণের স্বামী।
তুমি আমার প্রাণের স্বামী, [সামিনা চৌধুরী]
তুমি আমার প্রাণের স্বামী।
আমি তোমার প্রাণের স্বামী, [কুমার বিশ্বজিৎ]
আমি তোমার প্রাণের স্বামী।।