তোমাকে ছেড়ে বলো


গানঃ তোমাকে ছেড়ে বলো
Title: Tomake Chere Bolo
কণ্ঠশিল্পীঃ কনক চাপা ও মনির খান
ছবিঃ হৃদয়ের কথা



তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকবো?         [কনক চাপা]
ভালোবেসে যাবো আমি যতদিন বাচবো।
হেসো না হেসো না তুমি,
জেনে রেখো তা,
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকবো?         [মনির খান]
ভালোবেসে যাবো আমি যতদিন বাচবো।
হেসো না হেসো না তুমি,
জেনে রেখো তা,
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।                 [যুগল]
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।।

চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো,            [মনির খান]
পেও নাগো লজ্জা খুব কাছে রাখবো।    (২)
এভাবে বলো নাগো করো না বারণ,             [কনক চাপা]
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ।
সইতে পারবো না হারানোর ব্যাথা;              [মনির খান]
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকবো?         [কনক চাপা]
ভালোবেসে যাবো আমি যতদিন বাচবো।
হেসো না হেসো না তুমি,
জেনে রেখো তা,
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।                 [যুগল]
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।

বাতাসে বাতাসে কত সুরভি যে ভাসছে,         [মনির খান]
চেয়ে দেখি তোমার ওই মুখখানি হাসছে।        (২)
কী যে সুখ এই বুকে পৃথিবী তা জানে,          [কনক চাপা]
হারাবো তোমাকে মন কি তা মানে?
কী এমন সুখ তুমি দিলে গো আমায়,            [মনির খান]
কেড়ে নিতে পারবে না মরণ তোমায়।
কেড়ে নিতে পারবে না মরণ তোমায়।
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকবো?         [কনক চাপা]
ভালোবেসে যাবো আমি যতদিন বাচবো।
হেসো না হেসো না তুমি,
জেনে রেখো তা,
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।

তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকবো?         [মনির খান]
ভালোবেসে যাবো আমি যতদিন বাচবো।
হেসো না হেসো না তুমি,
জেনে রেখো তা,
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।                 [যুগল]
বলে তো দিয়েছি হৃদয়ের কথা।

Post a Comment

Previous Post Next Post