সুখে আমার বুক ভেসে যায়


গানঃ সুখে আমার বুক ভেসে যায়
Title: Sukhe Amar Buk Veshe Jay
কণ্ঠশিল্পীঃ মনির খান ও কনক চাপা
ছবিঃ সবার উপরে প্রেম



সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায়,
সারা জীবন ভাসবো আমি এ সুখেরই বন্যায়। (২)
আজ শুধু মনে হয়, এ জীবন কিছু নয়,
তুমি ছাড়া একদিনও বেচে থাকা দায়।
সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায়,
সারা জীবন ভাসবো আমি এ সুখেরই বন্যায়।

তুমি এমনই স্বজন, যাকে দিয়েছি এই মন,
এ জনমে তোমাকেই চাই সারাক্ষন। (২)
আজ শুধু মনে হয়,...............
আজ শুধু মনে হয়,
তুমি ছাড়া একদিনও বেচে থাকা দায়।
সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায়,
সারা জীবন ভাসবো আমি এ সুখেরই বন্যায়।

যদি তোমাকে না পাই, আমি মরে যেতে চাই,
মাঝামাঝি চাইবার আর কিছু নাই। (২)
আজ শুধু মনে হয়,...............
আজ শুধু মনে হয়,
তুমি ছাড়া একদিনও বেচে থাকা দায়।
সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায়,
সারা জীবন ভাসবো আমি এ সুখেরই বন্যায়।

সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায়,
সারা জীবন ভাসবো আমি এ সুখেরই বন্যায়।
আজ শুধু মনে হয়, এ জীবন কিছু নয়,
তুমি ছাড়া একদিনও বেচে থাকা দায়।
সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায়,
সারা জীবন ভাসবো আমি এ সুখেরই বন্যায়।
সারা জীবন ভাসবো আমি এ সুখেরই বন্যায়।

Post a Comment

Previous Post Next Post