ভালবেসে এইবার আয় কাছে তুই


গানঃ ভালবেসে এইবার আয় কাছে তুই
Title: Valobeshe Eibar Aay Kache Tui
কন্ঠঃ হৃদয় খান ও রাইসা
সুর ও সংগীতঃ হৃদয় খান
ছবিঃ লাভ ম্যারেজ



ভালবেসে এইবার আয় কাছে তুই,
সব ভুলে একবার আয় তোকে ছুঁই।
ভালবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালবাসি চল।
কে আছে বল, তোরি মত এমন;
কে বোঝে বল, বোঝে আমারি মন।
ভালবেসে এইবার আয় কাছে তুই,
সব ভুলে একবার আয় তোকে ছুঁই।
ভালবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালবাসি চল।।

দুচোখ তোর, তুলে দেব,
স্বপ্ন আর আমারি ঘর;
কথা দিলাম, মেঘে মেঘে,
হয়ে যাবে আমি যে তোর।
কে আছে বল, তোরি মত এমন;
কে বোঝে বল, বোঝে আমারি মন।
ভালবেসে এইবার আয় কাছে তুই,
সব ভুলে একবার আয় তোকে ছুঁই।
ভালবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালবাসি চল।।

দুপায়ে তোর, এনে দেব,
পৃথিবী আর চাঁদের শহর;
কথা দিলাম, চাইলেই তুই,
সূর্যটাও হবে যে তোর।
কে আছে বল, তোরি মত এমন;
কে বোঝে বল, বোঝে আমারি মন।

ভালবেসে এইবার আয় কাছে তুই,
সব ভুলে একবার আয় তোকে ছুঁই।
ভালবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালবাসি চল।

Post a Comment

Previous Post Next Post