গানঃ এর বেশী ভালবাসা যায় না
Title: Er Beshi Valobasa Jay Na
শিল্পীঃ শফিক তুহিন
অ্যালবামঃ স্বপ্ন এবং তুমি
সুরকারঃ আরেফিন রুমি
গীতিকারঃ শফিক তুহিন
চোখ বুজলেই পাই আরো কাছে।
তারও বেশি ভালবাসা আমি দিতে চাই,
যত ভালবাসা পৃথিবীতে আছে।
ভালবাসি বড় ভালবাসি,
এর বেশি ভালবাসা যায় না;
ও আমার প্রাণ পাখি ময়না।
ভালবাসি বড় ভালবাসি,
এর বেশি ভালবাসা যায় না;
ও আমার প্রাণ পাখি ময়না।।
সূর্যের বুকে আছে যতটা আলো,
তারও বেশি তোমাকে বেসেছি ভাল।
রাত যত ভরে থাক আঁধার কালোয়,
আলোকিত হতে চাই তোমার আলোয়।
ভালবাসি বড় ভালবাসি,
এর বেশি ভালবাসা যায় না;
ও আমার প্রাণ পাখি ময়না।
ভালবাসি বড় ভালবাসি,
এর বেশি ভালবাসা যায় না;
ও আমার প্রাণ পাখি ময়না।।
একটি পলক একাকী তুমিহীনা,
চেনা চেনা লাগে বড় অচেনা।
ও রাত যত ভরে থাক আঁধার কালোয়,
আলোকিত হতে চাই তোমার আলোয়।
ভালবাসি বড় ভালবাসি,
এর বেশি ভালবাসা যায় না;
ও আমার প্রাণ পাখি ময়না।
ভালবাসি বড় ভালবাসি,
এর বেশি ভালবাসা যায় না;
ও আমার প্রাণ পাখি ময়না।।