ফিরে তো পাবো না


গানঃ ফিরে তো পাবো না
Title: Fire To Pabo Na
সুরঃ রাজ
কন্ঠঃ হৃদয় খান


কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা,
হৃদয়ে দেয়াল তুলে তোমায় হারালে কোথা?
আমার আকাশে আজ বর্ষন,
কালো মেঘে ঢাকা এ মন।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনের দ্বার, ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।    (২)

কেন হলো এমন,ভেংগে দিলে এ মন,
ফেলে গেলে সুদুরে;
এত ভালবাসা, মনের যত আশা,
হারিয়ে গেলো কোনো ঝড়ে।
দু-চোখ খুজে আলোর-ই রেখা,
নেই তোমার দেখা।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।    (২)

ক্ষমা করো মোরে, ভালবেসে দূরে,
সরে গেলে অবহেলায়;
ভালবাসা জানি, মিছে আশা মানি,
মন ভাঙ্গার খেলায়।
কি সুখ পেলে তুমি বল না,
আমায় করে ছলনা।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।    (২)

কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা,
হৃদয়ে দেয়াল তুলে তোমায় হারালে কোথা?
আমার আকাশে আজ বর্ষন,
কালো মেঘে ঢাকা এ মন।
ফিরে-তো পাবোনা তোমাকে কভু আর,
হবে না তুমি-তো আমার।
খুলে মনের দ্বার, ভাঙ্গা মন আমার,
খোজে তোমাকে বারেবার।(২)

Post a Comment

Previous Post Next Post