বুঝে নিও বুঝে নিও - স্যাড ভার্সন


গানঃ বুঝে নিও-১
Title: Bujhe Nio (Lonely)
কণ্ঠশিল্পীঃ কুমার বিশ্বজিৎ
ছবিঃ সাথী তুমি কার



বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।.....................
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
হৃদয়ের মাঝখানে রয়েছি আমি,
হৃদয় দিয়ে খুজে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
হৃদয়ের মাঝখানে রয়েছি আমি,
হৃদয় দিয়ে খুজে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
খুজে নিও, খুজে নিও।।

তুমি কত সুন্দর!
তুমি জানো না,
কী যে মায়া দুটি চোখে!
ওই চোখে চোখ রেখে
হারিয়েছি মন,
একটি চোখেরই পলকে।
তুমি কত সুন্দর!
তুমি জানো না,
তোমার রাঙা দুটি ঠোটে!
ও ঠোটের রঙ নিয়ে
যেন প্রতিদিন,
হাজার গোলাপ কলি ফোটে।
আমার এই মনটাকে গোলাপ ভেবে,
তোমার খোপায় গুজে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
খুজে নিও, খুজে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
হৃদয়ের মাঝখানে রয়েছি আমি,
হৃদয় দিয়ে খুজে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
খুজে নিও, খুজে নিও।।

Post a Comment

Previous Post Next Post