গানঃ বুবলী বুবলী
Title: Bubly Bubly
ছবিঃ বসগিরি
শিল্পীঃ এস আই টুটুল
পয়লা নজরে খাইয়া টাসকি,
তোরে লইয়া দিনরাত চিন্তা আমার
জিন্দেগি টা পুরা রিস্কি।
আবে হোন, আগে তোরে বুঝাই,
আমার মত পোলা থাকলে আর কী চাই?
আমি ঢাকাইয়া পোলা আমার কারো টাইম নাই।
তোরে লইয়া হইয়া যামু আমি হুসসাই।।
তোরে না দেখলে কসম পাইরে দিলে চোট!
জান যায় রে হায় রে হায় রে লাগছে রে সংকট। (২)
তোরে ভালবাইসা রে, গেছি আমি ফাইসা রে,
বাঁকা ঠোটের হাসি দেইখা হইছি রে লম্পট।
বুবলী, বুবলী, বুবলী, আমার সোনা বুবলী রে;
ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে।। (২)
আমার চড়ুই পাখির ডিম,
তোরে লইয়া ডেইলি দেখি ড্রীম,
দুইজনে চাইট্টা খামু একটা মিমি আইসক্রীম।
তোর বাপে মায়রে সেটিং দিমু ওইটা ব্যাপার না,
আমি পুরান ঢাকার প্রেমিক পোলা কিন্তু র্যাপার না।।
তোর লাইগা, কইছি হালা, জানটা বি কোরবান;
করমু সাদী, ও সেহজাদী, কলজায় মারছে টান।
[আবে কস কী?কেল্লাইগা করতাছস এমন?]
তোর লাইগা, কইছি হালা, জানটা বি কোরবান;
করমু সাদী, ও সেহজাদী, কলজায় মারছে টান।
দিমু আমি রটাইয়া, তোরে ঠিকি পটাইয়া,
লগে লইয়া চান্দের দেশে মারমু রে চম্পট।
বুবলী, বুবলী, বুবলী, আমার সোনা বুবলী রে;
ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে।। (২)
হেই, ডেটিং এ যামু তোরে লইয়া,
লাঞ্চে খামু কাচ্চি,
গরমে কলিজা ঠান্ডা কইরা খামু,
কুলফি আর লাচ্ছি।
তোরে লইয়া সেলফি তুইলা,
ফেসবুকে দিমু আপলোড,
আমার ভালবাসার ফাইল সুইটি,
কইরা নে ডাউনলোড।।
তোর রুপে, হইছি ফিদা, হইছি রে বিনদাস,
প্রেমে পইড়া, গেছি মইরা, আজিব সর্বনাশ।
[কী হইছে? এত পার্ট দেখাইতেছ কেল্লাইগা?]
তোর রুপে, হইছি ফিদা, হইছি রে বিনদাস,
প্রেমে পইড়া, গেছি মইরা, আজিব সর্বনাশ।
তোরে আমার ভাল্লাগছে, চোখে মুখে ঝাল্লাগছে,
তোর দিলের দরজায় আমি করতেছি খটখট।
বুবলী, বুবলী, বুবলী, আমার সোনা বুবলী রে;
ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে।। (২)
তোরে না দেখলে কসম পাইরে দিলে চোট!
জান যায় রে হায় রে হায় রে লাগছে রে সংকট। (২)
তোরে ভালবাইসা রে, গেছি আমি ফাইসা রে,
বাঁকা ঠোটের হাসি দেইখা হইছি রে লম্পট।
বুবলী!............ আমার সোনা বুবলী রে,.........
ডুবলি!............ আমার প্রেমে ডুবলি রে,.........
বুবলী, বুবলী, বুবলী, আমার সোনা বুবলী রে;
ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে।। (২)