গানঃ বুঝে নিও-২
Title: Bujhe Nio (Romantic)
কণ্ঠশিল্পীঃ কুমার বিশ্বজিৎ ও কনক চাপা
ছবিঃ সাথী তুমি কার
কে আমি বুঝে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
হৃদয়ের মাঝখানে রয়েছি আমি,
হৃদয় দিয়ে খুজে নিও।
খুজে নিও, খুজে নিও,
বুঝে নিও, বুঝে নিও।।
এ কথা বলে মন,
এ কথা বলে প্রাণ,
বলে চোখের দুটি দৃষ্টি;
তোমারই কারণে,
বুঝি বা বিধাতা,
করেছে আমাকে সৃষ্টি। (২)
আমি আর তুমি মিলে,
একজনই যে,
একই দেহে খুজে নিও।
খুজে নিও, খুজে নিও,
বুঝে নিও, বুঝে নিও।।
তোমাকে ভালবেসে অমর হব যে,
তোমারই বুকে রব বন্দী,
জীবনে মরণে তোমারই রবো যে,
করেছি এমনই সন্ধি। (২)
কখনো হারিয়ে গেলে,
এ গান গেয়ে,
আমাকে তুমি খুজে নিও।
খুজে নিও, খুজে নিও,
বুঝে নিও, বুঝে নিও।।
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
বুঝে নিও, বুঝে নিও,
কে আমি বুঝে নিও।
হৃদয়ের মাঝখানে রয়েছি আমি,
হৃদয় দিয়ে খুজে নিও।
খুজে নিও, খুজে নিও,
বুঝে নিও, বুঝে নিও।।
খুজে নিও, খুজে নিও,
বুঝে নিও, বুঝে নিও।।