সময় এখন OTT প্লার্টফর্মের । কিছুটা যুদ্ধ ক্ষেত্র বললেও ভুল বলা হবেনা, সবাই এখানে নিজেদের সর্বোচ্চ দক্ষতা দেখিয়ে টিকে থাকতে চাচ্ছে, এ দৌড়ে নেটফ্লিক্স এগিয়ে থাকলেও বাকিরাও পিছিয়ে নেই । সবাই নিজেদের বেস্ট কন্টেন্ট দেখাতে আদাজল খেয়ে নেমেছে, এখন দর্শক কোনটা গ্রহণ করবে সেটা-ই মুখ্য বিষয় । নেটফ্লিক্সে সেক্রেড গেমস মুক্তির পরপর সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল অবস্থা দেখে তার পরের বছর-ই এমাজন প্রাইম নিয়ে আসে একশন থ্রিলারধর্মী সিরিজ দ্য ফ্যামিলি ম্যান । প্রথম সিজনের পর দুর্দান্ত গল্পে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে অনেক চরাই উতরাই পার করে পরিচালক রাজ এন্ড ডিকে হাজির হয়েছেন দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজন । এ সিজন দেখার পর একে ভারতের জ্যাক রায়ান বললে মোটেও বেশি বলা হবেনা৷ আজ আপনাদের সাথে দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজন নিয়ে আলোচনা করবো । শুধু রিভিউ না,সাথে থাকছে এই সিজন নিয়ে অনেক জানা অজানা তথ্যও আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন ।
Tags:
Movie Review